মেসিকে ছাড়াই দুর্বার আর্জেন্টিনা

লিওনেল মেসি নেই, ছিলেন না সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে তাদের অনুপস্থিতি খুব একটা টের পায়নি আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে ইকুয়েডরকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে লিওনেল স্ক্যালোনির দল।
রোববার রাতে স্পেনের মার্তিনেস ভালরো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৬-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছেন লুকাস আলারিও, লেয়ান্দ্রো পারেদেস, হের্মান পেস্সেইয়া, নিকোলাস দোমিনগেস ও লুকাস ওকামপোস। বাকিটি হয়েছে আত্মঘাতী।
জার্মানির সঙ্গে ২ গোলে পিছিয়ে ড্র করার পর আর্জেন্টিইনদের ফিরে আসা উদ্দীপনা দেখা যায় এই ম্যাচে। খেলার ৩২ মিনিটেই ৩ গোল এগিয়ে যায় তারা।
ম্যাচের ২০ মিনিটে আসে প্রথম গোল। মার্কাসোস আকুনার কর্নার থেকে হেডে বল জালে পাঠান আলারিও। জার্মানির বিপক্ষেও হেডে গোল পেয়েছিলেন তিনি।
২৭ মিনিতে আকুনার বাড়ানো ক্রস ডি বক্সে ক্লিয়ার করতে গিয়ে উলটো নিজেদের জালে ঢুকিয়ে দেন ইকুয়েডর ডিফেন্ডার এসপিনোসার।
৩২ স্পট কিক থেকে ব্যবধান ৩-০ তে নিয়ে যায় পিএসজির মিডফিল্ডার পারেদেস। একপেশে ম্যাচে ক্রমশ দাপট দেখিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
বিরতির পর নেমেই এক গোল শোধ করে ইকুয়েডর। তবে ৬৬, ৮২ আর ৮৬ মিনিটে তারা হজম করে আরও তিন গোল। কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হারের পর এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল আর্জেন্টিনা।
Comments