নেইমার চোট পেলেন, ব্রাজিলও ফের হোঁচট খেল
সেনেগালের সঙ্গে ড্র করার পর নাইজেরিয়াকেও হারাতে পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নাইজেরিয়ার সঙ্গে হোঁচট খাওয়ার দিনে বাড়তি ব্যথা হিসেবে যোগ হয়েছে দলের সেরা তারকা নেইমারের চোট।
সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে রোববার প্রীতি ম্যাচে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। জো আরিবোর গোলে এগিয়ে গিয়েছিল নাইরেজিরা। ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো। এই নিয়ে গত চার ম্যাচের একটিতেও জিতল পারল না তিতে শিষ্যরা।
এমন দুর্দশার দিনে নেইমার পান আবার চোট। ম্যাচের ১২ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটে আর মাঠে থাকতে পারেননি তিনি। তার আগেই অবশ্য গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। ম্যাচের একদম শুরুতে সে সুযোগ হাতছাড়া করেছেন রবার্তো ফিরমিনো।
নেইমার বেরিয়ে গেলেও চাপ রেখেছিল ব্রাজিল। ২৮ ও ৩০ মিনিটে দুবার পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ। গ্যাব্রিয়েল জেসুস বল রেখেছিলেন বারে। কিন্তু গোলরক্ষক তা পাঞ্চ করে ফেরান। পরে ফিরমিনোর শটও টেকিয়ে দেন তিনি।
৩৫ মিনিটে পালটা আক্রমণ থেকে নিচু শটে গোল করে আনন্দে ভাসেন আরিবো। এক গোলে পিছিয়ে অস্বস্তি নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর ৪৮ মিনিটে মার্কিনিয়োসের তীব্র গতির হেড বারে লেগে ফিরে এলে পেয়ে যান কাসেমিরো। তার শটে সমতায় আসে ব্রাজিল।
এরপর আরও কিছু সুযোগ পেলেও আফ্রিকার সুপার ঈগলদের কাছ থেকে ম্যাচ বের করতে পারেনি বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনে থাকা ব্রাজিল।
Comments