দেশে সাম্প্রদায়িকতার উস্কানি চলছে: মেনন
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির মধ্য দিয়ে স্বাধীনতার শহীদদের ঋণ কিছুটা শোধ হলেও, সাম্প্রদায়িকতার অবসান হয় নাই। জঙ্গিবাদকে রোখা গেছে, কিন্তু সাম্প্রদায়িকতার উস্কানি চলছে।
আজ (১৪ অক্টোবর) সকালে জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন।
মেনন বলেন, “১৪ দলের প্রথম অঙ্গিকার ছিলো বিএনপি-জামায়াতের দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার ধারার অবসান করা। গত দশ বছরে সেটা করতে ব্যর্থ হয়েছি বলেই রাজনৈতিক দুর্বৃত্তরা এতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলো। ক্ষমতার সঙ্গে সম্পর্ক করে আইন-বিচারের বাইরে চলে গিয়েছিলো।”
তিনি বলেন, “এদেরকে অনুপ্রবেশকারী বলে হালকা করে দেখানো ঠিক হবে না। মাঝে মধ্যেই মার্ক-ট্রিটমেন্ট এদের ভিত দুর্বল করবে। কিন্তু মূলোৎপাটন করতে পারবে না।”
সাবেক এই মন্ত্রী বলেন, “অর্থনীতির দুর্বৃত্তায়নের মধ্যেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের বীজ নিহিত রয়েছে। সেই ভোগবাদী ও লুটেরা অর্থনৈতিক ধারার পরিবর্তন করে রাষ্ট্র ও সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হবে।”
ওয়ার্কার্স পার্টি দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার ধারার অবসান ঘটাতে সামনে থেকে লড়াইয়ে সাহসী নেতৃত্ব দেবে উল্লেখ করে মেনন বলেন, “পার্টির দশম কংগ্রেস দেশবাসীকে সেই পথই নির্দেশ করবে।”
গবেষণা ফার্মে আউটসোর্সিং করার সকল উদ্যোগের প্রতিবাদ জানিয়ে মেনন বলেন, “কৃষি ফার্ম শ্রমিকরা এই ষড়যন্ত্রকে অবশ্যই প্রতিরোধ করবে।”
গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, জেলার সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি গোস্বামী, গাজীপুর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশীদ, কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের সভাপতি লেহাজউদ্দীন।
Comments