শিবির সন্দেহে আবরারকে পেটানো হয়েছিল: পুলিশ
আবরার হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের আদালতে দেওয়া জবানবন্দিতে এসেছে যে, তারা শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে মারপিট করছিলেন।
তিনি বলেন, আবরারকে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে, নাকি মারপিটের জন্য মারপিট করা হয়েছে, সে ব্যাপারে তথ্য–উপাত্ত বিশ্লেষণ শেষে জানা যাবে।
আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল এ কথা বলেন। এ ঘটনায় হওয়া মামলায় তদন্ত শেষে নভেম্বরের শুরুর দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে বলেও জানান তিনি।
তবে এর আগে তদন্তকারীরা সন্দেহ করছিলেন, ফেসবুক পোস্টের কারণে আবরার ছাত্রলীগের রোষের শিকার হয়ে থাকতে পারেন। ঘটনার আগের দিন ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে সরকারের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন আবরার। শেরে বাংলা হলের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, এর পরই শিবির সন্দেহে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাকে পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কারও কারও জবানবন্দিতে এসেছে, কয়েক ঘণ্টা ধরে মারধর করা হয়েছে।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় এখন পর্যন্ত বুয়েটের ১৯ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৫ জন রয়েছেন।
Comments