নিষেধাজ্ঞা উঠল জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এখন আগের মতই পূর্ণ সদস্য হিসেবে বহাল থাকছে তারা। নিষেধাজ্ঞা উঠেছে নেপাল ক্রিকেট বোর্ডের উপর থেকেও। সোমবার দুবাইতে আইসিসি সভায় নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত।
গত জুলাই মাসে আইসিসির বার্ষিক সভায় স্থগিত করা হয় জিম্বাবুয়ের সদস্য পদ। পূর্ণ সদস্য দেশ হিসেবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপে নেওয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। সেই সংকট পার করে ফেলায় তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এখন থেকে তারা আইসিসির টুর্নামেন্টে অংশ নিতে পারবে। ফলে ২০১৯ সালের যুব বিশ্বকাপ ও ২০২০ সালে আইসিসি সুপার লিগে অংশ নিতে পারবে জিম্বাবুয়ে।
এই সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীকে আমি ধন্যবাদ দিব জিম্বাবুয়ে ক্রিকেটকে আগের অবস্থায় ফেরানোর জন্য। জিম্বাবুয়ে ক্রিকেটে সহায়তা করার জন্য তার তীব্র ইচ্ছা এখন স্পষ্ট। এখন থেকে জিম্বাবুয়েতে আগের মতই আইসিসির অর্থনৈতিক বিনিয়োগও বহাল থাকবে।’
২০১৬ সালের এপ্রিল মাসে বিতর্কিত বার্ষিক সভার সূত্র ধরে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিল নেপালের ক্রিকেট বোর্ড। তারাও সেই সংকট কাটিয়ে ফেলায় সন্তুষ্ট হয়েছে আইসিসি। তুলে নিয়েছে নিষিদ্ধাদেশ।
Comments