নিউজিল্যান্ডের হৃদয় ভাঙা সেই সুপার ওভারের নিয়ম বদলালো আইসিসি

বিশ্বকাপের ফাইনাল কি এখনো ব্যথা দেয় কাউকে কাউকে? নিশ্চিতভাবে নিউজিল্যান্ডকে তো দেবেই। মূল ম্যাচ হয়েছে টাই। সুপার ওভারও টাই। তবু চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। কারণ বাউন্ডারি বেশি মারার হিসেবকেই গোনায় ধরে মীমাংসা হয়েছিল শিরোপার। উৎসবে মেতেছিল ইংল্যান্ড আর অশ্রু সঙ্গী হয় কিউইদের। কেন উইলিয়ামসদের সঙ্গে সেদিন বেদনায় ভারাক্রান্ত হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। প্রশ্ন উঠা সুপার ওভারের সেই নিয়মই এবার বদলে দিয়েছে আইসিসি।
new zealand super over tragedy

বিশ্বকাপের ফাইনাল কি এখনো ব্যথা দেয় কাউকে কাউকে? নিশ্চিতভাবে নিউজিল্যান্ডকে তো দেবেই। মূল ম্যাচ হয়েছে টাই। সুপার ওভারও টাই। তবু চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। কারণ বাউন্ডারি বেশি মারার হিসেবকেই গোনায় ধরে মীমাংসা হয়েছিল শিরোপার। উৎসবে মেতেছিল ইংল্যান্ড আর অশ্রু সঙ্গী হয় কিউইদের। কেন উইলিয়ামসদের সঙ্গে সেদিন বেদনায় ভারাক্রান্ত হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। প্রশ্ন উঠা সুপার ওভারের সেই নিয়মই এবার বদলে দিয়েছে আইসিসি।

এখন থেকে আইসিসি টুর্নামেন্টের নকআউট রাউন্ডের সুপার ওভারে কে কত বেশি বাউন্ডারি মেরেছে সেই হিসেব আর করা হবে না। সুপার ওভারও টাই হলে খেলানো হবে আরেকটি সুপার ওভার। তাও টাই হলে চলতে থাকবে আরেক ওভার। অর্থাৎ কোন দল জেতার আগ পর্যন্ত চলতে থাকবে সুপার ওভার।

সোমবার দুবাইতে আইসিসি সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সভা শেষে বিবৃতি দিয়ে আইসিসি জানায়, ‘এক দল থেকে আরেক দলের জেতার ক্ষেত্রে রান বেশি হওয়ার মৌলিক নীতিতেই থাকছি আমরা। তাই মীমাংসা না হওয়া পর্যন্ত নক আউট পর্বে সুপার ওভার চলতে থাকবে।’

এখন থেকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুই ফরম্যাটের বিশ্বকাপর গ্রুপ পর্বের টাই ম্যাচেও রাখা হবে সুপার ওভার। আগে কেবল নক আউট পর্বেই রাখা হতো সুপার ওভার।

তবে গ্রুপ পর্বে সুপার ওভার বারবার করা হবে না। যদি একবার সুপার ওভার টাই হয়ে যায় তাহলেই ম্যাচ টাই ঘোষণা করা হবে।

Comments