বাংলাদেশ-ভারত মহারণ দেখতে চোখ রাখবেন যেখানে

Bangladesh football team
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক (বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন) স্টেডিয়ামে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়।

দুই প্রতিবেশীর মহারণ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি। বিশ্বকাপ এবং এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বাকি সবগুলো (হোম-অ্যাওয়ে মিলিয়ে পাঁচটি) ম্যাচ সম্প্রচারের স্বত্বও পেয়েছে তারা। বাংলা টিভির পাশাপাশি ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু।

কোনো কারণে টেলিভিশন সেটের সামনে বসার সুযোগ না হলেও ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ার কারণ নেই। বাংলাদেশ-ভারত লড়াই অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে হটস্টার অ্যাপে।

মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে বেশ পিছিয়ে বাংলাদেশ। ২৫টি ম্যাচের ১২টিতেই হেরেছে তারা। জয় মাত্র ৩টিতে। চলতি বাছাই পর্বে এখনও জয়হীন বাংলাদেশ। ২টি ম্যাচেই হারের স্বাদ নিতে হয়েছে জেমি ডের শিষ্যদের। তাই ভারতকে হারিয়ে জয়খরা কাটাতে মুখিয়ে বাংলাদেশ।

যুব ভারতী ক্রীড়াঙ্গনে শেষ বার ১৯৮৫ সালে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেটাও ছিল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ওই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সবশেষ জয়ের স্বাদ বাংলাদেশ পেয়েছিল ২০০৩ সালে, সাফ চ্যাম্পিয়নশিপে। এরপর ১৬ বছর পেরিয়ে গেলেও প্রতিবেশীদের হারাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এই সময়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ভারত বর্তমানে রয়েছে ১০৪তম স্থানে, বাংলাদেশের অবস্থান ১৮৭তম।

সাম্প্রতিক সময়ে অবশ্য ডের অধীনে দারুণ খেলছে বাংলাদেশ। বাছাইয়ের শেষ ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে হারলেও প্রশংসা কুড়িয়েছে জামাল ভূঁইয়াদের খেলার ধরন। আগের দিন সংবাদ সম্মেলনে তাই আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলনেতা।

জামাল বলেন, ‘যদি আমরা কালকে (মঙ্গলবার) জিতে যাই, তাহলে বাংলাদেশের ফুটবলে কিছু পরিবর্তন আসবে। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য এটা আমাদের জন্য দারুণ সুযোগ।’

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago