আনন্দধারা

মৌসুমীকে বলা হলো ‘আপনি কে?’

নায়িকা মৌসুমী শিল্পী সমিতিতে অপমানিত হয়েছেন। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানিরাজ এই নায়িকার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিএফডিসিতে উত্তেজনা বিরাজ করে।
Moushumi.jpg
চিত্রনায়িকা মৌসুমী। ছবি: সংগৃহীত

নায়িকা মৌসুমী শিল্পী সমিতিতে অপমানিত হয়েছেন। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানিরাজ এই নায়িকার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিএফডিসিতে উত্তেজনা বিরাজ করে।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নায়িকা মৌসুমী এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে শিল্পী সমিতিতে আসেন তার কয়েকজন ভক্ত। এসময় শিল্পী সমিতিতে তাদের প্রবেশ নিয়ে ড্যানিরাজ চিৎকার চেঁচামেচি করেন। এসময় ঘটনাস্থলে মিশা সওদাগর, জয়সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মৌসুমী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রচারণার জন্য গতকাল এফডিসিতে ছিলাম। আমাকে শুভ কামনা জানানোর জন্য এক বড় আপা এবং কয়েকজন ভক্ত ফুল নিয়ে এফডিসিতে আসেন। তারা সমিতিতে আমার সঙ্গে সেলফি তুলে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই সময় ড্যানিরাজ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। আমার ভক্তদের সঙ্গে বাজে ব্যবহার করেন। তাদের সামনে আমাকে অপমান করেন। আঙুল তুলে আমাকে বলেন, ‘হু আর ইউ?’

মৌসুমী আরও বলেন, ‘এতোদিন ইন্ডাস্ট্রিতে কাজ করে একজন শিল্পীর কাছ থেকে এ ধরনের ব্যবহার আশাই করা যায় না।”

সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “কিছু লোক অনেকক্ষণ ধরে সমিতিতে এসে বসেছিলেন। এটা নিয়েই কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। মৌসুমীকে ‘আপনি কে?’ এমন প্রশ্ন ড্যানি করেছে। এটা ড্যানির বেয়াদবি।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago