তিস্তা পাড়ের ভূমিহীন লোকমান আলী ছড়াচ্ছেন শিক্ষার আলো
এভাবেই তিস্তা পাড়ের শিশু শিক্ষার্থীদের কলরবে মুখরিত থাকে ভূমিহীন লোকমান আলীর কুটির। তেষট্টি বছর বয়সী লোকমান আলীকে কেউ ডাকেন দাদা কেউবা নানা। তার কাছে পড়তে আসে তিস্তা পাড়ের হতদরিদ্র পরিবারের শিশুরা। ভালোবাসা দিয়ে আদর দিয়ে লোকমান পড়ান তাদের। বিনা পারিশ্রমিকে তিনি শিক্ষার আলো ছড়ানোর মহৎ কাজটি করছেন ২০০৯ সাল থেকে।
এস দিলীপ রায়, লালমনিরহাট
মঙ্গলবার অক্টোবর ১৫, ২০১৯ ০৪:২৯ অপরাহ্ন সর্বশেষ আপডেট: মঙ্গলবার অক্টোবর ১৫, ২০১৯ ০৪:৩১ অপরাহ্ন
এভাবেই তিস্তা পাড়ের শিশু শিক্ষার্থীদের কলরবে মুখরিত থাকে ভূমিহীন লোকমান আলীর কুটির। তেষট্টি বছর বয়সী লোকমান আলীকে কেউ ডাকেন দাদা কেউবা নানা। তার কাছে পড়তে আসে তিস্তা পাড়ের হতদরিদ্র পরিবারের শিশুরা। ভালোবাসা দিয়ে আদর দিয়ে লোকমান পড়ান তাদের। বিনা পারিশ্রমিকে তিনি শিক্ষার আলো ছড়ানোর মহৎ কাজটি করছেন ২০০৯ সাল থেকে।
Comments