সাফের ফাইনালে ফের স্বপ্নভঙ্গ মেয়েদের

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের মেয়েদের। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিযোগিতার তৃতীয় আসরের ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আগের আসরে গেল বছর ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারতের মেয়েরা। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ ব্যবধানে। তার আগের বছর প্রথম আসরের ফাইনালে ভারতকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

পেনাল্টি শ্যুটআউটে প্রথম স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বাংলাদেশের শামসুন্নাহার। ভারতের মেয়েরা সবগুলো শটে লক্ষ্যভেদ করে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago