পাঁজরের চোটে মাঠের বাইরে তামিম
ভারত সফরের আগে অন্তত দুই রাউন্ড জাতীয় লিগে খেলার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু আচমকা পাওয়া পাঁজরের চোট সাময়িকভাবে তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে তাই খেলছেন না জাতীয় দলের এই ওপেনার।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জানিয়েছেন, গেল পরশু দিন পাঁজরে হালকা চোট পেয়েছিলেন তামিম। তবে তা খুব একটা গুরুতর মনে না হওয়ায় গতকালও সকালেও করেন অনুশীলন। কিন্তু বিকাল বেলা ব্যথা বেড়ে যাওয়ায় স্ক্যান করান তিনি। তাতে হালকা টিয়ার ধরা পড়েছে।
এই ধরনের চোটে অন্তত ৭ দিন মাঠের বাইরে থাকতে হবে দেশসেরা ওপেনার তামিমকে।
হতাশার বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েও ছন্দহীন ছিলেন তামিম। এরপর চলে যান লম্বা ছুটিতে। খেলেননি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। সম্পূর্ণ ক্রিকেটের বাইরে থেকে চাঙ্গা হয়ে তিনি ফিরেছিলেন অনুশীলনে।
গত ১০ অক্টোবর শুরু হওয়া জাতীয় লিগের প্রথম রাউন্ড দিয়ে ফেরেন মাঠেও। কিন্তু ফেরাটা মন মতো হয়নি তার। চট্টগ্রাম বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে ছিলেন না খুব একটা সাবলীল। অনেকক্ষণ ব্যাট করে দুই ইনিংসে করেন যথাক্রমে ৩০ ও ৪৬ রান।
Comments