জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১ কার্যালয়ে নেওয়া হয়েছে সম্রাটকে
যুবলীগ থেকে বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-১ এর কার্যালয়ে নেওয়া হয়েছে। ঢাকায় অবৈধ ক্যাসিনো ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত এই নেতাকে কুমিল্লা থেকে আটকের পর অস্ত্র ও মাদকের দুই মামলা দেওয়া হয়েছে।
র্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী অতিরিক্ত পরিচালক (আইন ও গণমাধ্যম) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সম্রাটের সঙ্গে আটক যুবলীগের বহিষ্কৃত অপর নেতা এনামুল হক আরমানকেও একই কারণে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তারের পর গত ৭ অক্টোবর রমনা থানায় এই দুজনের বিরুদ্ধে মামলা করে র্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক র্যাব তাদের বিরুদ্ধে মামলার তদন্ত করছে। মিজানুর বলেন, এ কারণেই আজ বৃহস্পতিবার বিকেলে তাদের র্যাব-১ এর কার্যালয়ে আনা হয়েছে।
দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি সম্রাটকে গত ১৫ অক্টোবর ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। দুই মামলার দুজন তদন্ত কর্মকর্তা সম্রাটকে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Comments