শাহ আমানতে ১৫ কেজি সোনা উদ্ধার, আটক ১
চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ওজনের মোট ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক বাবুল ইকবালের বরাত দিয়ে আমাদের নিজস্ব সংবাদদাতা আজ (১৮ অক্টোবর) এ তথ্য জানান।
তিনি জানান, আটক জয়নাল আবেদীন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। এয়ার আবারিয়ার একটি ফ্লাইটে আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে জয়নাল সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্মকর্তারা জয়নালকে আটক করে এবং তার লাগেজে তল্লাশি চালিয়ে ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রায় ১৫ কেজি ওজনের সোনার বারগুলোর অর্থ মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা বলে জানান উপ-পরিচালক বাবুল ইকবাল।
Comments