‘হতাশা’ থেকে হাতে চোট, ছিটকে গেলেন মার্করাম
দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্করাম এখন কেমন বোধ করছেন?
উত্তরটা জেনে নিন তার মুখ থেকেই, ‘এই কারণে বাড়ি ফিরে যাওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি পুরোপুরি বুঝতে পারছি, আমি কী ভুল করেছি। আমি এর পুরো দায় নিচ্ছি। প্রোটিয়াদের পরিবেশ-পরিস্থিতি অনুসারে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে যে বিষয়টা তা হলো, আমি দলকে হতাশ করেছি। আমি এটা থেকে অনেক কিছু শিখলাম আর আমি নিশ্চিত, দলের বাকিরাও এটা থেকে শিখেছে।’
কী এমন কাণ্ড ঘটিয়েছেন মার্করাম? কেন-ই বা ২৫ বছর বয়সী এই ক্রিকেটার অনুতপ্ত?
খোলাসা করা যাক। সম্প্রতি পুনে টেস্টে ভারতের বিপক্ষে দুই ইনিংসেই শূন্য রানে আউট হন মার্করাম। তার আগে সিরিজের প্রথম টেস্টেও সুবিধা করে উঠতে পারেননি তিনি। বিশাখাপত্নমে করেছিলেন যথাক্রমে ৫ ও ৩৯ রান। অথচ মূল লড়াই শুরুর আগে প্রস্তুতি ম্যাচে রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন ডানহাতি মার্করাম। টানা দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। টেস্ট সিরিজে ব্যর্থতায় তাই ‘হতাশা’ চেপে ধরে তাকে। টানা দুবার রানের খাতা খুলতে না পারায় ‘হতাশা’র বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে শক্ত কিছু একটাতে ঘুষি মেরে বসেন তিনি। এত জোরেই আঘাত করেছিলেন মার্করাম যে, তার কব্জিতে ধরেছে চিড়। আর এই চোটের কারণে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ‘হতাশা’ সামলাতে না পেরেই ঘুষি মেরেছিলেন মার্করাম।
প্রোটিয়াদের টিম ডাক্তার হাশেন্দ্রা রামজি জানিয়েছেন, ‘মার্করামের কব্জিতে সিটি স্ক্যান করে দেখা গেছে, তার কব্জির হাড়ে চিড় রয়েছে। তাই মেডিক্যাল টিম ভারতের বিপক্ষে পরবর্তী টেস্ট খেলা থেকে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় ফিরে তিনি যেন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, সে বন্দোবস্তও করা হয়েছে।’
ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে মার্করামকে তা এখনও জানা যায়নি। আগের দিনই অবশ্য ভারত ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি। যাওয়ার আগে তিনি আরও জানান, ‘আমরা বুঝি, কখনও কখনও আবেগের ওপর নিয়ন্ত্রণ থাকে না এবং “হতাশা” মাত্রা ছাড়িয়ে যায়, যেমনটা আমার ক্ষেত্রে ঘটেছে। কিন্তু আমি আবারও বলতে চাই, অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এর দায় আমারই। আমি দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আশা করছি, দল ও দক্ষিণ আফ্রিকার মানুষদের জন্য শিগগিরই ভালো কিছু করতে পারব।’
রাঁচিতে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ টেস্ট শুরু আগামীকাল শনিবার (১৯ অক্টোবর)। এরই মধ্যে অবশ্য ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল।
Comments