চার ফিফটিতে সিলেটের লিড, আবু হায়দারের পাঁচ শিকার

Jaker Ali Anik
জাকের আলি অনিক। ফাইল ছবি

ওপেনার তৌফিক খানের ফিফটির পর দলের হাল ধরলেন জাকির হাসান। তিনি সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ফেরা পর অভিজ্ঞ অলক কাপালী আর তরুণ জাকের আলি অনিকের আরও দুই ফিফটিতে সিলেট অনায়াসে পেরিয়ে গেল ঢাকা মেট্রোর রান। তবে সিলেটের আর বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট করে পাঁচ উইকেট নিয়েছেন পেসার আবু হায়দার রনি।

বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর ২৪৬ রানের জবাবে ৩১৯ রান করে ৭৩ রানের লিড নেয় সিলেট। দ্বিতীয় ইনিংসে নেমে বিনা উইকেটে ৯ রান তুলে দিন শেষ করেছে ঢাকা মেট্রো।

আগের দিনের ১ উইকেটে ৫ রান নিয়ে নেমে নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়র ফেরেন শুরুতেই। এরপরই অবশ্য শুক্ত প্রতিরোধ। আগের দিন বিকেলে চোটে পড়ে মাঠ ছাড়া তৌফিক খান শতরানের জুটি পান জাকিরের সঙ্গে। ৭৯ বলে ৬১ করা তৌফিককে আউট করে ১১৯ রানের সে জুটি ভাঙেন আবু হায়দার।

অধিনায়ক অলকের সঙ্গে জুটি জমার ইঙ্গিত দিয়েও জাকির ৭১ রান করে কাবু হন আমিনুল বিপ্লবের লেগ স্পিনে। আফিফ হোসেন নেমেই মারতে শুরু করেছিলেন। কিন্তু ওয়ানডে ঘরানার ব্যাটিং জারি রাখতে না পেরে থামেন ২১ বলে ২৩ রানে।

এরপর জাকেরের সঙ্গে দারুণ এক জুটি পান অলক। দুজনে মিলে যোগ করেন ৯৯ রান। ১০০ বলে ৫৪ করা অলক শহিদুল ইসলামের বলে আউট হলে ধাক্কা খায় সিলেট।

এরপর জাকের একাই এগিয়ে দলকে পার করান তিনশো। সেঞ্চুরির আশা জাগানো এই উইকেটকিপার ব্যাটসম্যান ১২৭ বলে ৭১ রান করে শহিদুলের বলে বোল্ড হয়েছেন।

সিলেটকে অলআউট করে ৫৫ রানে ৫ উইকেট পান আবু হায়দার।

দ্বিতীয় ইনিংসে নাঈম শেখ আর রাকিন আহমেদ মিলে ৯ রান তুলে শেষ করেছেন দিন। 

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২৪৬
সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৫/১) ৮৪.৫ ওভারে ৩১৯ (তৌফিক ৬১, জাকির ৭১, অলক ৫৪,  জাকের ৭১; আবু হায়দার ৫/৫৫)।
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৭ ওভারে ৯/০ (নাঈম ৮*, রাকিন ১*; আবু জায়েদ ০/৫) 

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

4h ago