চার ফিফটিতে সিলেটের লিড, আবু হায়দারের পাঁচ শিকার
ওপেনার তৌফিক খানের ফিফটির পর দলের হাল ধরলেন জাকির হাসান। তিনি সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ফেরা পর অভিজ্ঞ অলক কাপালী আর তরুণ জাকের আলি অনিকের আরও দুই ফিফটিতে সিলেট অনায়াসে পেরিয়ে গেল ঢাকা মেট্রোর রান। তবে সিলেটের আর বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট করে পাঁচ উইকেট নিয়েছেন পেসার আবু হায়দার রনি।
বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর ২৪৬ রানের জবাবে ৩১৯ রান করে ৭৩ রানের লিড নেয় সিলেট। দ্বিতীয় ইনিংসে নেমে বিনা উইকেটে ৯ রান তুলে দিন শেষ করেছে ঢাকা মেট্রো।
আগের দিনের ১ উইকেটে ৫ রান নিয়ে নেমে নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়র ফেরেন শুরুতেই। এরপরই অবশ্য শুক্ত প্রতিরোধ। আগের দিন বিকেলে চোটে পড়ে মাঠ ছাড়া তৌফিক খান শতরানের জুটি পান জাকিরের সঙ্গে। ৭৯ বলে ৬১ করা তৌফিককে আউট করে ১১৯ রানের সে জুটি ভাঙেন আবু হায়দার।
অধিনায়ক অলকের সঙ্গে জুটি জমার ইঙ্গিত দিয়েও জাকির ৭১ রান করে কাবু হন আমিনুল বিপ্লবের লেগ স্পিনে। আফিফ হোসেন নেমেই মারতে শুরু করেছিলেন। কিন্তু ওয়ানডে ঘরানার ব্যাটিং জারি রাখতে না পেরে থামেন ২১ বলে ২৩ রানে।
এরপর জাকেরের সঙ্গে দারুণ এক জুটি পান অলক। দুজনে মিলে যোগ করেন ৯৯ রান। ১০০ বলে ৫৪ করা অলক শহিদুল ইসলামের বলে আউট হলে ধাক্কা খায় সিলেট।
এরপর জাকের একাই এগিয়ে দলকে পার করান তিনশো। সেঞ্চুরির আশা জাগানো এই উইকেটকিপার ব্যাটসম্যান ১২৭ বলে ৭১ রান করে শহিদুলের বলে বোল্ড হয়েছেন।
সিলেটকে অলআউট করে ৫৫ রানে ৫ উইকেট পান আবু হায়দার।
দ্বিতীয় ইনিংসে নাঈম শেখ আর রাকিন আহমেদ মিলে ৯ রান তুলে শেষ করেছেন দিন।
Comments