অঙ্কনের আক্ষেপ , সুযোগ হাতছাড়া ইয়াসির রাব্বির

ক’দিন থেকেই বড় রানের খুঁজে ছিলেন ইয়াসির আলি রাব্বি। আগের দিন ৬৮ রানে অপরাজিত থেকে সুযোগ ছিল নিজেকে ফের আলোয় আনার। সেই সুযোগ হেলায় হারিয়েছেন তিনি। আরেক তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন পুড়ছেন সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকার আক্ষেপে।

ফতুল্লায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে দেখার ছিল এই দুই তরুণ কি করেন। ইয়াসির ৭০ রানে থামার পর অঙ্কন ফেরেন ৯১ করে। ৩৫৬ রানে তাই প্রথম ইনিংস শেষ করে চট্টগ্রাম।

জবাবে ৪ উইকেটে ১০৪ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। চোট কাটিয়ে খেলায় ফেরা অফ স্পিনার নাঈম হাসান ২৩ রানে পেয়েছেন ২ উইকেট।

আগের দিনের ৪ উইকেটে ২৬১ রান নিয়ে নেমে শুরুতেই ইয়াসিরকে হারায় চট্টগ্রাম। এরপর মাসুম খানের সঙ্গে ছোট এক জুটিতে প্রতিরোধ গড়েন অঙ্কন। সেঞ্চুরির আশা জাগিয়ে বাঁহাতি স্পিনার মনির হোসেনের বলে ৯১ রান ক্যাচ তুলে দেন তিনি।

অলরাউন্ডার মাসুম শেষ অবধি লড়ে দলকে পার করান সাড়ে তিনশ। ফিফটি করে অপরাজিতই থেকে যান তিনি।

জবাব দিতে নেমে শুরুতেই অভিজ্ঞ শাহরিয়ার নাফীসকে হারায় বরিশাল। টেকেননি ফজলে মাহমুদ রাব্বিও। নাইটওয়াচম্যান কামরুল ইসলাম রাব্বিকে নামিয়ে ফায়দা আসেনি। এক প্রান্তে উইকেট পতনের মাঝে কেবল ঝলমলে ছিলেন  রাফসান আল মাহমুদ। ফিফটি থেকে ১ রান দূরে শেষ বিকেলে আউট হন তিনিও।

মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ আশরাফুল ৪ রান নিয়ে শুরু করবেন তৃতীয় দিনের খেলা।

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago