চোট কাটিয়ে ফেরা নাঈমের ঝলক
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোট সারতে প্রত্যাশার চেয়েও বেশি সময় লেগেছে নাঈম হাসানের। তবে মাঠের খেলায় ফিরে নতুন করে শুরু করতে হয়নি। ভারত সফরের আগে অফ স্পিনার নাঈম বল হাতে করেছেন প্রভাব বিস্তার।
ফতুল্লায় জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে নাঈমের স্পিনেই ভুগেছে বরিশাল। চট্টগ্রামের ৩৫৬ রানের জবাবে তারা অলআউট হয়েছে ২১৬ রানে। দলকে ১৪০ রানের বড় লিড পাইয়ে ৬২ রানে ৪ উইকেট নিয়েছেন নাঈম।
অবশ্য আগের দিনই ২৩ রানে ২ উইকেট নিয়ে রেখেছিলেন তিনি। তৃতীয় দিনে আউট করেন সর্বোচ্চ ৬০ রান করা নুরুজ্জামান ও শামসুল ইসলাম অনিককে।
তার আগেই বিপদ বড় হয়ে যায় বরিশালের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল আর মোসাদ্দেক হোসেন সৈকত আলো ছড়াতে পারেননি। দিনের শুরুতেই কাবু হন মোসাদ্দেক।
৪২ বলে ২১ রান করে আশরাফুল ফেরেন মেহেদী হাসান রানার বলে। বাঁহাতি পেসার রানার শিকার সোহাগ গাজীও। বরিশাল তবু দুশো ছাড়াতে পেরেছে নুরুজ্জামানের কল্যাণে। আটে নেমে এই অলরাউন্ডার খেলেন ১০৭ বলে ৬০ রানের ইনিংস ।
দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম বিনা উইকেটে ২১ রান তোলার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা।
Comments