মানিকগঞ্জ শহরের একমাত্র খালটি এখন ময়লার ভাগাড়
এক সময় বড় বড় স্টিমার ও মালবাহী নৌকা চলাচল করলেও কালের বিবর্তন আর কর্তৃপক্ষের অবহেলায় ড্রেনে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলা শহরের একমাত্র খালটি।
বাসাবাড়ি আর দোকানের নোংরা ময়লা-আবর্জনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। জমে থাকা পানি ও ময়লার স্তূপে মশাসহ কীটপতঙ্গ জন্ম নিচ্ছে।
মানিকগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, খালটি পশ্চিম বান্দুটিয়া থেকে শুরু হয়ে সোনাকান্দর এলাকায় গিয়ে শেষ হয়েছে। ছয় কিলোমিটার দীর্ঘ খালটির দুই প্রান্তই মিলেছে কালীগঙ্গা নদীতে গিয়ে।
পৌরবাসী বলছে, এই খালটিই ছিল পৌরবাসীর আশীর্বাদ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় এটি পরিণত হয়েছে অভিশাপে। খালের ওয়াকওয়ে দখল করে খাবার হোটেলসহ নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরনের দোকান। এসব হোটেল ও বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খালটিতে। এতে করে স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে পৌরবাসীদের।
বিস্তারিত দেখুন ভিডিওতে…
Comments