আমি সাক্ষী, সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন

শনিবার বরিশাল শহরের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে বক্তব্য দেন দলের সভাপতি রাশেদ খান মেনন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শনিবার বলেছেন, জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, আমি সাক্ষী দিয়ে বলছি, “এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি।”

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজেও আন্দোলন সংগ্রাম করেছি। অথচ আজ সেই ভোটে সাধারণ জনগণ নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। এমনকি উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনেও ভোটের অধিকার হারাচ্ছে মানুষ।”

বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উন্নয়ন মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ নয়। যে দেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সে দেশের উন্নয়ন মুখ থুবরে পড়বে।

সরকারের উন্নয়নের সাথে সাথে দেশে লুণ্ঠন, দুনীর্তি মহামারি আকার ধারণ করেছে। একদিকে সরকার উন্নয়ন করছে অন্যদিকে সরকারের আশপাশের লোকজন দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুফে নিচ্ছে। “এতে করে সরকারের উন্নয়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। উন্নয়ননের সুফল পাচ্ছে না দেশের মানুষ,” বলেন মেনন।

এসময় ক্যাসিনো পরিচালনার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।

এর আগে বেলা ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলন কার্যক্রমের সূচানা করা হয়।

পরে জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মীরা লাল পতাকা নিয়ে নগরে র‌্যালি বের করে। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago