গ্রেপ্তারের পর কাউন্সিলর রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার
চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তারের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবলীগ সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজীবকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গতকাল রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসা থেকে ডিএনসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তারা জানান, অভিযানকালে একটি অবৈধ পিস্তল, তিনটি গুলি, সাতটি বিদেশি মদের বোতল এবং ৩৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। এরপর রাজীবের মোহাম্মদপুরের বাসা ও কার্যালয়েও অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, “বেশ কয়েক দিন ধরেই আত্মগোপনে ছিলেন রাজীব। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বসুন্ধরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।”
Comments