শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

খেলবে গোকুলাম, আসরের সূচিতে পরিবর্তন

sheikh_kamal_club_cup
ছবি: রাজিব রায়হান

এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) ছাড়পত্র মেলায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলতে আর কোনো বাধা নেই ভারতের গোকুলাম কেরালা এফসির। তবে আগের দিনই আসর শুরু হয়ে যাওয়ায় গোটা প্রতিযোগিতার সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

শেখ কামাল ক্লাব কাপের চলমান তৃতীয় আসরে খেলার কথা ছিল ঢাকা আবাহনীর। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় তারা। ফলে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় আই লিগের দল গোকুলামকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে আন্তর্জাতিক এই আসরে খেলার ছাড়পত্র পেয়েছে তারা।

আগের সূচিতে গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার কথা ছিল আগামী ২৫ অক্টোবর। নতুন সূচিতে একদিন পিছিয়ে তা শেষ হবে ২৬ অক্টোবর। আর সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যথাক্রমে ২৭ ও ২৮ অক্টোবর। পরিবর্তিত সূচিতে দুটি ম্যাচই হবে ২৮ অক্টোবর। তবে আসরের ফাইনালের দিনক্ষণ পাল্টাচ্ছে না। ৩০ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই।

এবারের আসরে অংশ নিচ্ছে আট দল। আগের দিন উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৪-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। আজ রবিবার (২০ অক্টোবর) মুখোমুখি হবে ভারতের মোহন বাগান ও লাওসের ইয়ং এলিফ্যান্টস।

গ্রুপ পর্বের সূচি

তারিখ

ম্যাচ

গ্রুপ

সময়

১৯ অক্টোবর

চট্টগ্রাম আবাহনী-টিসি স্পোর্টস

সন্ধ্যা ৭টা

২০ অক্টোবর

মোহন বাগান-ইয়ং এলিফ্যান্টস

সন্ধ্যা ৭টা

২২ অক্টোবর

চেন্নাই সিটি-টেরেঙ্গানু

বি

বিকাল ৪টা

২২ অক্টোবর

বসুন্ধরা কিংস-গোকুলাম কেরালা

বি

সন্ধ্যা ৭টা

২৩ অক্টোবর

মোহন বাগান-টিসি স্পোর্টস

বিকাল ৪টা

২৩ অক্টোবর

চট্টগ্রাম আবাহনী-ইয়ং এলিফ্যান্টস

সন্ধ্যা ৭টা

২৪ অক্টোবর

বসুন্ধরা কিংস-চেন্নাই সিটি

বি

বিকাল ৪টা

২৪ অক্টোবর

গোকুলাম কেরালা-টেরেঙ্গানু

বি

সন্ধ্যা ৭টা

২৫ অক্টোবর

টিসি স্পোর্টস-ইয়ং এলিফ্যান্টস

বিকাল ৪টা

২৫ অক্টোবর

চট্টগ্রাম আবাহনী-মোহন বাগান

সন্ধ্যা ৭টা

২৬ অক্টোবর

গোকুলাম কেরালা-চেন্নাই সিটি

বি

বিকাল ৪টা

২৬ অক্টোবর

বসুন্ধরা কিংস-টেরেঙ্গানু

বি

সন্ধ্যা ৭টা

 

সেমিফাইনালের সূচি

২৮ অক্টোবর

এ গ্রুপ চ্যাম্পিয়ন-বি গ্রুপ রানার্সআপ

সেমিফাইনাল ১

বিকাল ৪টা

২৮ অক্টোবর

বি গ্রুপ চ্যাম্পিয়ন-এ গ্রুপ রানার্সআপ

সেমিফাইনাল ২

সন্ধ্যা ৭টা

 

ফাইনালের সূচি

৩০ অক্টোবর

সেমিফাইনাল ১ বিজয়ী-সেমিফাইনাল ২ বিজয়ী

সন্ধ্যা ৭টা

(সবগুলো ম্যাচের ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম)।

Comments

The Daily Star  | English

Air raid sirens in Tel Aviv, north Israel after missile warning

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago