মেনন মন্ত্রী হলে কি এ কথা বলতে পারতেন: কাদের
জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি বলে সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে অভিযোগ করেছেন, সে বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেনন মন্ত্রী হলে কি এ কথা বলতে পারতেন?
তিনি আরও বলেন, “সরকার বা দলের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে মেননের সঙ্গে কোনো আলাপ হয়নি।”
আজ (২০ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
“মেনন কি বলেছেন, সেটি মিসকোটেড হয়েছে কী না, সেটি জানার বিষয়। তার কাছ থেকে জানা দরকার। আর যদি বলেই থাকেন, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে- এতোদিন পরে কেনো, এই সময়? নির্বাচন তো অনেক আগেই হয়ে গেছে”, বলেন কাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, “মেননের কাছে সবিনয়ে আর একটি প্রশ্ন- মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতে পারতেন?”
উল্লেখ্য, গতকাল রাশেদ খান মেনন বলেছেন, “আমি সাক্ষী দিয়ে বলছি, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি।”
বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজেও আন্দোলন সংগ্রাম করেছি। অথচ আজ সেই ভোটে সাধারণ জনগণ নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। এমনকি উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনেও ভোটের অধিকার হারাচ্ছে মানুষ।”
আরও পড়ুন:
Comments