ঢাবিতে ছাত্রদলের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ-এর হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই হামলায় পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয় বলে বিএনপি সমর্থক ছাত্রসংগঠনটির দিক থেকে অভিযোগ তোলা হয়েছে।
দ্য ডেইলি স্টারের ঢাবি সংবাদদাতা জানান, দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে হামলার ঘটনাটি ঘটে। মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এসময় সেখানে একটি সংবাদ সম্মেলন করছিল। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ইকবাল হোসেনের নামে থাকা ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
ছাত্রদলের অভিযোগ, হামলায় তাদের চার জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের আরও দাবি, হামলার এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরা যোগ দেন।
Comments