শীর্ষ খবর

মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঢাকা উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।
তারেকুজ্জামান রাজীব

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঢাকা উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীবকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

যুবলীগ সূত্রগুলো দ্য ডেইলি স্টারকে বলেন, মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত ৩৩ নম্বর ওয়ার্ডের এই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অবৈধ ক্যাসিনো পরিচালনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সরকারি দলের নেতাদের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানের মধ্যে গতকাল শনিবার রাত ১১টার দিকে রাজীবকে গ্রেপ্তার করে র‍্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রাজীবকে তার বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করার পর মোহাম্মদপুরে তার বাড়িতেও অভিযান চালানো হয়।

সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে রাজীবের বিভিন্ন অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরই তাকে গ্রেপ্তার করা হলো।

বছর ছয়েক আগেও মোহাম্মদপুর এলাকায় একটি বাড়ির নীচতলার ছোট একটি ঘরে বসবাস করতেন রাজীব। বাবার কাঠের আসবাব তৈরি কাজে সহযোগিতার পাশাপাশি একটি চায়ের দোকান চালাতেন। যুবলীগে যোগ দেওয়ার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। ২০১৪ সালে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মোহাম্মদপুর এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির মালিক হয়েছেন রাজীব। এছাড়া বিলাসবহুল গাড়িসহ তার এখন কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।

বিভিন্ন থানায় রাজীবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

4h ago