ভোলায় সংঘর্ষ: ৪ থেকে ৫ হাজার অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা ৪০০০ থেকে ৫০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
Bhola-1.jpg
২০ অক্টোবর ২০১৯, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষে চারজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ছবি: ইউএনবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা ৪০০০ থেকে ৫০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের বরাত দিয়ে আমাদের ঝালকাঠি সংবাদদাতা জানান, গতকাল রাতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশকে দায়িত্বপালনে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ফেসবুক মেসেঞ্জারে বিদ্বেষমূলক কথোপকথনের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনরোষ থেকে রক্ষা করতে গিয়ে পুলিশ উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলি চালালে অন্তত চারজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।

আরও পড়ুন:

ফেসবুকে উস্কানি: ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪

Comments