বোমা সন্দেহে রাতভর ব্যাগ পাহারা, সকালে মিললো খণ্ডিত মরদেহ
ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র সেতুর পাশে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে আজ (২১ অক্টোবর) সকালে পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্যাগটিতে হাত, পা ও মাথাবিহীন মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, “এটি পেশাদার অপরাধচক্রের কাজ। তদন্তের পর মৃতদেহের পরিচয় ও খুনের রহস্য জানা যাবে।”
এর আগে, রবিবার বেলা ১১টার পর থেকে লাল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্ধ্যায় পুলিশে খবর দেয় স্থানীয়রা। বোমা সন্দেহে পুলিশ ও র্যাব সদস্যরা নিরাপত্তা বেষ্টনী করে রাতভর লাগেজটি ঘিরে রাখে।”
আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ব্যাগটি তল্লাশি করে পুরুষের গলিত খণ্ডিত মরদেহটি শনাক্ত করে। পুলিশের ধারণা, খুনের পর কেউ হাত, পা ও মাথা বিচ্ছিন্ন করে শুধু দেহ ব্যাগে ঢুকিয়ে কৌশলে সেতুর পাশে ফেলে গেছে।
পুলিশ আরও জানায়, খণ্ডিত মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Comments