‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’র ৬ দফা দাবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষ ও হতাহতের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’।
Bhola-6-Demand.jpg
২১ অক্টোবর ২০১৯, ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’। ছবি: টিটু দাস/স্টার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে ধর্মীয় উগ্রপন্থী জনতার সংঘর্ষ ও হতাহতের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’।

আজ (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে ছয় দফা দাবি পেশ করেছেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান।

দাবিগুলো হলো-

১. অনতিবিলম্বে ভোলা জেলা পুলি সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে গুলির হুকুমদাতা ও গুলিবর্ষণকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

২. আমাদের মহানবী (স.) ও মহান আল্লাহ তায়ালা এবং ইসলাম নিয়ে ব্যঙ্গ ও কটুক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে।

৩. মহানবী (স.) ও আল্লাহ তায়ালাকে নিয়ে ব্যঙ্গ ও কটুক্তিকারী ‘বিপ্লব চন্দ্র শুভ’কে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

৪. ভোলার বোরহানউদ্দিনে গতকালের সংঘর্ষে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

৫. সরকারি খরচে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৬. গতকালের ঘটনায় গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কোনো হয়রানিমূলক মামলা বা কাউকেই গ্রেপ্তার করা যাবে না।

Bhola-Sitting.jpg
ভোলা প্রেসক্লাবের সামনে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’ সদস্যদের অবস্থান। ছবি: টিটু দাস/স্টার

সংবাদ সম্মেলনে ‘সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ’-এর আহ্বায়ক বশির উদ্দিন আগামী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।

সেগুলো হলো-

১. মঙ্গলবার বিকাল চারটায় থানায় থানায় বিক্ষোভ।

২. বৃহস্পতিবার জেলা শহর সদর রোডে মানববন্ধন।

৩. শুক্রবার আটখোলা মসজিদে দোয়া মাহফিল।

এসময় বশির উদ্দিন বলেন, “যতোদিন দাবি না মানা হবে, ততোদিন সংগ্রাম চলবে।”

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

5h ago