পরীবাগের মার্কেট থেকে জব্দ হলো চিতাবাঘের চামড়া

ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর পরীবাগের ডিআইটি সুপার মার্কেটে একটি দোকানে অভিযান চালিয়ে চিতাবাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর চামড়া ও চামড়াজাত দ্রব্য জব্দ করেছে র‍্যাব। জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে সাপ, গুইসাপ, মেছোবাঘ, বনবিড়াল ও হরিণের চামড়া ও এসব চামড়া দিয়ে তৈরি ব্যাগ।

মার্কেটের ক্রাফটস কর্নার নামের দোকান থেকে এসব দ্রব্য জব্দ করার সময় দুই ভাইকে আটক করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতদের উদ্ধৃত করে সারোয়ার আলম বলেন, ওই দুই ভাই দাবি করেছে যে এটা তাদের পৈত্রিক ব্যবসা। দালালদের মাধ্যমে বিভিন্ন সময় এসব চামড়া ও চামড়াজাত পণ্য সংগ্রহ করেছেন। দোকানে রাখলেও এসব রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে। নির্দিষ্ট কিছু ক্রেতার কাছেই এসব বিক্রি করা হতো। শুধুমাত্র চিতা বাঘের চামড়াটিরই দাম ৩০ লাখ টাকা।

বন্য প্রাণীর চামড়া ও চামড়াজাত বিভিন্ন সামগ্রী বিক্রির গোপন খবরের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তার উল্টো পাশের মার্কেটটিতে অভিযানে যায় র‍্যাব। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তারাও অভিযানে উপস্থিত ছিলেন। সেখানে তারা মোট ২৮৮টি বন্যপ্রাণীর চামড়া ও চামড়া দিয়ে তৈরি পণ্য জব্দ করেন।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে:

চিতাবাঘের চামড়া ১টি, লজ্জাবতী বানরের চামড়া ২টি, গুইসাপের চামড়া ২২৭টি, হরিণের শিং ১টি, সাপের চামড়া দিয়ে তৈরি মানিব্যাগ ২টা, সাপের চামড়ার ব্যাগ ২১টি, হরিণের চামড়ার ব্যাগ ৩২টি, মেছোবাঘের চামড়া ১টি, বন বিড়ালের চামড়া ১টি, প্রবাল ৩টি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago