পাকিস্তান খেলতে গেল অনূর্ধ্ব-১৬ দলও

নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবু পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখার পর বাংলাদেশের আগামী দিনের সম্ভাবনাময় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠিয়েছে বিসিবি। সোমবারই পাকিস্তানে খেলতে গেছে অনূর্ধ্ব- ১৬ ক্রিকেট দল।

পাকিস্তান যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কিশোর দলটির অধিনায়ক নাঈম আহমেদ। তিনি জানান নিরাপত্তার পুরো ব্যাপার তারা ছেড়ে দিয়েছেন কর্তৃপক্ষের উপর, ‘নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না। আমরা যাচ্ছি খেলতে। পারফরম করা নিয়ে আমরা ভাবছি। প্রথমবারের মতো দেশের বাইরে কোথাও খেলতে যাচ্ছি, সেই রোমাঞ্চটা কাজ করছে।’

দলের কোচ হিসেবে পাকিস্তান যাচ্ছেন মিজানুর রহমান বাবুল। নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনিও, ‘পাকিস্তান যাওয়া নিয়ে ছেলেদের মধ্যে কোনো দুর্ভাবনা আমি এখনও দেখছি না। কখনও ছিল না…আমরা জেতার জন্য যাবো, অবশ্যই জিতে ফিরতে চাইব।’

দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। তিনিও আশাবাদী নিরাপত্তা ভালোই থাকবে, ‘না গেলে বোঝা যাচ্ছে না। যতটুকু বোঝা যাচ্ছে, তাতে আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা পাব।’

রাওয়ালপিন্ডির কেআরএল ক্রিকেট গ্রাউন্ডে ২২ অক্টোবর শুরু হবে দুদলের প্রথম তিন দিনের ম্যাচ। ৩০ অক্টোবর একই ভেন্যুতে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। একদিনের ম্যাচের তারিখ ৪, ৬ ও ৮ নভেম্বর। সবগুলো ম্যাচই সরাসরি দেখানোর ব্যবস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল:

তানভির আলম, অনিক চাকি, নাঈম আহমেদ (অধিনায়ক), রেদোয়ান হোসেন, আমির হোসেন, মিনহাজুল হাসান, তৌহিদুল ইসলাম, মাজহার হক, আরাফাত ইসলাম, লিমন হোসেন, শামসুল ইসলাম, আহসান হাবিব, মুশফিক হাসান, আশিকুর জামান, আহমদ শরীফ।

অপেক্ষমাণ: নাসিম ইসলাম, হানিফ বিশ্বাস, রকিবুল ইসলাম, ফাহিম হাবিব, ফয়সাল খান।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

44m ago