খেলা

বাংলাদেশের অভিষেক টেস্টের একাদশকেও আমন্ত্রণ সৌরভের

২০০০ সালের ১০ নভেম্বর। ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই টেস্টে ভারত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় সৌরভ গাঙ্গুলিরও। বছর বিশেকের ব্যবধানে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ কর্তা হতে যাওয়া সৌরভ আগামী মাসে কলকাতা টেস্টে আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশের অভিষেক টেস্টে দুই দলের হয়ে মাঠে নামা সব সদস্যকে।
sourav ganguly
সৌরভ গাঙ্গুলি। ছবি: এএফপি

২০০০ সালের ১০ নভেম্বর। ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই টেস্টে ভারত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় সৌরভ গাঙ্গুলিরও। বছর বিশেকের ব্যবধানে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ কর্তা হতে যাওয়া সৌরভ আগামী মাসে কলকাতা টেস্টে আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশের অভিষেক টেস্টে দুই দলের হয়ে মাঠে নামা সব সদস্যকে।

ভারত সফরে ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার কথা বাংলাদেশের। কলকাতার মাঠে প্রথমবার বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচকে উৎসবের আমেজ দিতে চান শিগগিরই দায়িত্ব নিতে যাওয়া বিসিসিআই প্রধান সৌরভ। সেজন্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছেন।

কলকাতায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সৌরভ নিশ্চিত করেন, আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেখানে থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। আমরা এখনো ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র পাঠাইনি। আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাব। আমি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করব।’

বাংলাদেশের অভিষেক টেস্টে সাদা পোশাকে প্রথমবার টস করতে নেমেছিলেন সৌরভ। সেটা ছিল ঐতিহাসিক এক মুহূর্ত। কলকাতায় এবার সেই ঐতিহাসিক ঘটনাকেই আবার আলোয় আনতে চান তিনি, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিচ্ছি। বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। সেই টেস্টের খেলোয়াড়দেরও আমরা আমন্ত্রণ জানাব। আমি দায়িত্ব নেওয়ার পর চিঠি লিখব। সেই টেস্টের ভারতের স্কোয়াডও থাকবে।'

বাংলাদেশের অভিষেক টেস্টের দুই দলের একাদশে যারা ছিলেন:

ভারত: সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), সৈয়দ সাবা করিম (উইকেটকিপার), রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকর, শিবসুন্দর দাস, সাদাগোপান রমেশ, মুরলী কার্তিক, সুনীল জোশী, অজিত আগারকর, জাভাগল শ্রীনাথ ও  জাহির খান।

বাংলাদেশ: নঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ (উইকেটকিপার), শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আল শাহরিয়র রোকন, আকরাম খান, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও বিকাশ রঞ্জন দাস (এখন মাহমুদুল হাসান)।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

2h ago