বিপ্লব চন্দ্রের দুলাভাইকে তুলে নেওয়ার অভিযোগ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্য নামে যে তরুণ থানায় গিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগ করেছিলেন, তার দুলাভাই বিধান মজুমদারকে গোয়েন্দা পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে গতকাল (২১ অক্টোবর) রাতে দোলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিধান মজুমদারের বাবা লালমোহন উপজেলার গজারিয়ার বাসিন্দা বিনয় মজুমদার।
বিনয় মজুমদার জানান, তার ছেলে দোলারহাটের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েকজন বিধান মজুমদার ও দোকানের আরেক কর্মী সাগরকে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিনয় মজুমদার আরও জানান, ওই দুজনকে গাড়িতে তোলার সময় স্থানীয়রা পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ সদস্য বলে পরিচয় দেন।
দোলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ডিবি পুলিশের কোনো টিম সেখানে গিয়ে বিধানকে তুলে নিয়েছে কী না, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
Comments