পদত্যাগ তো চাইলেই করা যাবে না: দুর্জয়

ক্রিকেটারদের প্রথম দাবিই ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ। এবং ক্রিকেটারদের সরাসরি ভোটে নতুন কমিটি গঠন। তবে সংগঠনটির বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয় তা একেবারেই নাকচ করে দিয়েছেন। উড়িয়ে দিয়েছেন ক্রিকেটারদের আনা অভিযোগও ।

ক্রিকেটারদের প্রথম দাবিই ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ। এবং ক্রিকেটারদের সরাসরি ভোটে নতুন কমিটি গঠন। তবে সংগঠনটির বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয় তা একেবারেই নাকচ করে দিয়েছেন। উড়িয়ে দিয়েছেন ক্রিকেটারদের আনা অভিযোগও ।

ক্রিকেটারদের প্রতিনিধির পাশাপাশি বোর্ড পরিচালক হিসেবে আছেন নাঈমুর রহমান দুর্জয়। কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনও বোর্ড পরিচালক। সাধারণ সম্পাদক দেবব্রত পাল করেন বোর্ডের চাকরি ।

ক্রিকেটারদের অভিযোগ ছিল, ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে এই সংগঠকরা যথাযথ ভূমিকা রাখছেন না। ক্রিকেটারদের স্বার্থ বাদ দিয়ে তারা কেবল দেখছেন বোর্ডের স্বার্থ। তাই তাদের পদ ছাড়তে হবে। দিতে হবে নির্বাচন।

মঙ্গলবার বিসিবি প্রধান নাজমুল হাসানের সংবাদ সম্মেলনের পর তাদের অবস্থান ব্যাখ্যা করে কোয়াব। তাতে নাঈমুর জানান ক্রিকেটারদের দাবি মেনে এই মুহূর্তে পদ ছাড়া সম্ভব নয় তাদের, ‘পদত্যাগ তো চাইলেই করা যাবে না। কোয়াবের সংবিধান আছে, নিয়ম আছে। নিয়মের বাইরে তো কিছুই করা যাবে না। আমরা নিয়মতান্ত্রিকভাবে অবশ্যই সরে যাব। এ খেলোয়াড়রা যদি নতুন নেতৃত্ব চায়, তাহলে তাকে আনা হবে। আবার যদি আমাদের চায়, সেটাও হবে। কারণ এই কয়জনই তো খেলোয়াড় নয়, আরো খেলোয়াড় আছে।’

‘আমাদের সাবেক খেলোয়াড়রাও আছে। সবাইকে নিয়েই তো সংগঠন। তাই সংগঠন যাকে নেতৃত্ব দিতে চাইবে তাকেই রাখা হবে। এই ব্যাপারে আমাদের কোন প্রশ্ন নেই। আমরা এটা আঁকড়ে ধরে রাখতেও চাই না। আমরাও চাই নতুন কেউ আসুক। নতুন কেউ চাইলে আসতে পারবে।’

নাঈমুর জানান, বোর্ড পরিচালক হওয়াতেই তারা ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলতে পারছেন। বোর্ড সভায় নানান দাবি তুলে সেগুলো আদায়ও করতে পারছেন। সাধারণ সম্পাদক দেবব্রত পাল কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর উদাহরণ দেন। প্রথম শ্রেণীতে সেরা পারফর্মারদের কয়েকজনের বেতন তাদের চেষ্টাতেই বেড়েছে।

এর আগে বিসিবি প্রধান স্পষ্ট করেন কোয়াবে কে থাকবে, কে থাকবে না তা দেখার দায়িত্ব বিসিবির নয়। কাজেই ক্রিকেটারদের এই দাবি পূরণের কোন এখতিয়ারই বিসিবির নেই। 

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

18m ago