চিকিৎসক হত্যার মূল অভিযুক্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলম হত্যা মামলার মূল অভিযুক্ত ডাকাত সর্দার নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬) নিহত হয়েছেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ জানান, গতকাল মধ্যরাতে উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডা. শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা নজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযানে যায় র্যাবের একটি দল। উপস্থিতি টের পেয়ে নজির আহমেদ তার দলবল নিয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে নজির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, চিকিৎসক হত্যার ঘটনায় বন্দর নগরীর রেলস্টেশন এলাকা থেকে লেগুনাচালক মো. ফারুককে গ্রেপ্তার করে র্যাব।
গত ১৮ অক্টোবর সীতাকুণ্ডের কুমিরায় বাইপাস এলাকা থেকে চিকিৎসক শাহ আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
Comments