চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল রিয়াল

real madrid and toni kroos
ছবি: এএফপি

আগের ম্যাচেই স্প্যানিশ লা লিগায় প্রথম হারের স্বাদ নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ধাক্কা কাটিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ইউরোপ সেরাদের আসরে গেল দুই ম্যাচে যথাক্রমে হারা ও ড্র করা রিয়াল গ্যালাতাসারাইকে তাদের মাঠেই হারিয়েছে।

মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানো ম্যাচের ভাগ্য গড়ে দেন টনি ক্রুস। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজির মাঠে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তারা ২-২ গোলে ড্র করেছিল বেলজিয়ামের ক্লাব ব্রুজের সঙ্গে।

তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের মাঠে প্রথম মিনিটেই দারুণ একটি সুযোগ পায় রিয়াল। এরপর স্বাগতিকরাও পাল্টা জবাব দিতে শুরু করে। তবে ১৮তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। এডেন হ্যাজার্ডের পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার ক্রুস। চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখেন তিনি।

৩৮তম মিনিটে দলকে সমতায় ফেরানোর একটি ভালো সুযোগ হাতছাড়া করেন গ্যালাতাসারাইয়ের ইউনেস বেলহান্দা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫তম মিনিটে হ্যাজার্ডের শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়ানো হয়নি রিয়ালের। এরপরও দুদল বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে। কিন্তু কেউই জালের ঠিকানা খুঁজে পায়নি।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে ৫-০ গোলে জিতেছে পিএসজি। তারা ৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ক্লাব ব্রুজ। সবার নিচে থাকা গ্যালাতাসারাইয়ের অর্জন ১ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

34m ago