আগুয়েরোর জোড়া গোল-স্টার্লিংয়ের হ্যাটট্রিক, দুর্বার ম্যান সিটি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে দুর্বার গতিতে ছুটে চলেছে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধে সার্জিও আগুয়েরো আদায় করে নেন জোড়া গোল। এরপর দ্বিতীয়ার্ধে রহিম স্টার্লিং পান হ্যাটট্রিকের দেখা। তাতে আতালান্তাকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৫-১ গোলে জিতেছে ম্যান সিটি। আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। শাখতার দোনেৎস্ককে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা সিটিজেনরা দ্বিতীয় ম্যাচে দিনামো জাগরেবকে হারিয়েছিল ২-০ ব্যবধানে।
প্রথমার্ধে চেনা ছন্দে না থাকা ম্যান সিটি ম্যাচের ২৮তম মিনিটে পিছিয়ে পড়ে। আতালান্তার মিডফিল্ডার রুসলাম মালিনোভস্কি পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। তবে ইতালিয়ান ক্লাবটির আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। চার মিনিটের ব্যবধানে দুবার লক্ষ্যভেদ করে সিটিকে লিড পাইয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। ৩৪তম মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে বল জালে পাঠান তিনি। এরপর স্পট-কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো।
দ্বিতীয়ার্ধের ৫৮ থেকে ৬৯- এই ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নিয়ে সিটির বড় জয় নিশ্চিত করেন ইংলিশ তারকা স্টার্লিং। ফিল ফোডেনের পাস থেকে নিজের প্রথম গোলটি করেন তিনি। এরপর ৬৪তম মিনিটে ম্যাচের স্কোরলাইন ৪-১ করেন এই উইঙ্গার। স্টার্লিংয়ের তৃতীয় গোলটির জোগানদাতা রিয়াদ মাহরেজ। তবে ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি স্বাগতিকরা। ৮২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফোডেন।
তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। এই গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ও ক্রোয়েশিয়ার দিনামো জাগরেব ড্র করেছে ২-২ গোলে। দুদলেরই অর্জন সমান ৪ পয়েন্ট। টানা তিন ম্যাচে হারা আতালান্তার পয়েন্ট ০।
Comments