মহারাষ্ট্র, হরিয়ানায় এগিয়ে বিজেপি
ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় দেখা যাচ্ছে মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোট এবং হরিয়ানায় এককভাবে এগিয়ে রয়েছে বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ (২৪ অক্টোবর) বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে যে, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে মহারাষ্ট্রে অনেক বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া দল।
মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা জোট ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ১৬৭ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ৮৬টি আসনে এগিয়ে রয়েছে।
হরিয়ানায়, বিজেপি ৯০টি আসনের মধ্যে আপাতত ৪৫টিতে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ২৮টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যে যেকোনো দলকে পেতে হবে ৪৬টি আসন। বিজেপির জয়ের অর্থ হলো এখানে মনোহর লাল খাট্টারের সরকার ফের ক্ষমতায় বসতে চলেছে।
Comments