ব্যবসা-বান্ধব সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি

বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ সূচকে সবচেয়ে ভালো অবস্থানে থাকা ২০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নাম। এই সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৬৮তম। ব্যবসা-বান্ধব সূচকে গত বছরের চেয়ে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বর্তমান সূচকে বাংলাদেশের গড় পয়েন্ট ৪৫.০, যা গতবারের চেয়ে ৩.০৩ পয়েন্ট বেশি।

আজ (২৪ অক্টোবর) সকালে প্রকাশিত বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্ট ২০২০ এ এই তথ্য তুলে ধরা হয়।

বিশ্বব্যাংকের ব্যবসা-বান্ধব সূচক অনুযায়ী এ বছর ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গতবার এটি ছিলো ১৭৬তম।

বাংলাদেশের এগিয়ে আসা প্রসঙ্গে বিশ্বব্যাংকের বক্তব্য, বাংলাদেশে ব্যবসা শুরু করতে আগের চেয়ে খরচ কমেছে। রাজধানী ঢাকাসহ শহর এলাকায় বিদ্যুৎ পাওয়া সহজ হয়েছে উল্লেখ করে বলা হয়, এছাড়াও, ঋণ পাওয়ার তথ্যগুলো উদ্যোক্তারা আগের তুলনায় সহজে পান।

এবারের প্রতিবেদনে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। এই সূচকে আফগানিস্তান রয়েছে ১৭৩তম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে ভারত। বৈশ্বিক সূচকে ভারতের অবস্থান ৬৩তম।

ব্যবসায় শুরু করা, ঋণ পাওয়া, বিদ্যুৎ পাওয়া, কর দেওয়া, চুক্তির বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রেখে ১৯০টি দেশের ব্যবসা করার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।

Comments

The Daily Star  | English

BNP's Ishraque Hossain declared Dhaka South mayor in amended gazette

The gazette cancelled the previous announcement made by the EC that had declared Awami League's candidate Sheikh Fazle Noor Taposh as the elected mayor

14m ago