ঈশ্বরদীতে লাইনচ্যুত বেনাপোল এক্সপ্রেস
পাবনার ঈশ্বরদীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পড়ার পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। পরে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার আহসানুল্লাহ ভূঁইয়া।
রেলওয়ে কর্মকর্তারা জানান, বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির একটি বগি বিকেল ৫টার দিকে ঈশ্বরদী স্টেশনের লোকোশেডের কাছে লাইনচ্যুত হয়।
রেলওয়ে পাকশী বিভাগের ট্রাফিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার কারণে দক্ষিণাঞ্চলের সঙ্গে প্রায় এক ঘণ্টা রেল যোগাযোগ বিঘ্নিত হয়। এতে বেশ কয়েকটি ট্রেন দুই পাশের স্টেশনগুলোতে আটকা পড়ে।
তিনি আরও জানান, রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করে। পরে ওই বগির যাত্রীদের অন্য বগিতে স্থানান্তর করা হয়। দুই ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
Comments