শ্রীলঙ্কা সিরিজের যুব টেস্ট দলে ব্যাপক অদল-বদল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসর বসতে যাচ্ছে ২০২০ সালের জানুয়ারিতে। ওই প্রতিযোগিতাকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের বাংলাদেশ যুব দলে করা হয়েছে ব্যাপক অদল-বদল।
Bangladesh Under-19
ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগামী আসর বসতে যাচ্ছে ২০২০ সালের জানুয়ারিতে। ওই প্রতিযোগিতাকে সামনে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের বাংলাদেশ যুব দলে করা হয়েছে ব্যাপক অদল-বদল।

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগের দিন (২৪ অক্টোবর) ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বিসিবি। অপেক্ষমাণ তালিকায় আছেন আরও পাঁচ ক্রিকেটার।

নিয়মিত অধিনায়ক আকবর আলির পরিবর্তে যুব টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অমিত হাসান। মূল দলের তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, শামিম হাসানরাও খেলছেন না।

আগামীকাল বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুরু হবে যুবাদের চার দিনের প্রথম টেস্ট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২ নভেম্বর।

একই ভেন্যুতে ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম দুটি। এরপর ১৪, ১৭ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে শেষ তিনটি ম্যাচ। ওয়ানডে দল এখনও ঘোষণা করা হয়নি।

টেস্ট সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রিতম কুমার, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, মেহরাব হাসান, মিনহাজুর রহমান, নাঈমুর রহমান নয়ন, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম, নোমান চৌধুরী।

অপেক্ষমাণ:

অনিক সরকার, মেহেদী হাসান, আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আইচ মোল্লা।

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

1h ago