ভেট্টরির অভিজ্ঞতা জানতে মুখিয়ে আছেন সানি
সকালেই পা রেখেছেন ঢাকায়। মাঝে কিছুটা সময় হোটেলে বিশ্রাম নিয়ে বিকেল না গড়াতেই চলে এলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে প্রথম দিনে শিষ্যদের নিয়ে সে অর্থে কোন কাজ করেননি ড্যানিয়েল ভেট্টরি। দেখেছেন বাংলাদেশের স্পিনারদের বোলিং। তবে পরবর্তী অনুশীলনের সময় হয়তো নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন সাকিব-সানিদের সঙ্গে। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা বাঁহাতি আরাফাত সানি। মুখিয়ে আছেন ভারতের খেলা ও কোচিং করানোর অভিজ্ঞতা জানতে। বিশেষ করে আইপিএলের।
ভারত সফরকে সামনে রেখে দুপুর ৩টায় বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হয় এদিন। ভেট্টরি চলে আসেন নির্ধারিত সময়ের আগেই। নতুন শিষ্যদের সঙ্গে আলোচনা শেষে মিরপুরের ইনডোর স্টেডিয়ামের বাইরে স্পিনারদের বোলিং দেখেন। যদিও এদিন অনুশীলনে ছিলেন না দলের সেরা বাঁহাতি স্পিনার অধিনায়ক সাকিব আল হাসান। আরাফাত সানি ও তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বোলিং দেখেন তিনি। তবে একেবারেই যে দেখেছেন তাও নয়, মাঝে মধ্যে টুকটাক কিছু পরামর্শ দিয়েছেন এ কিউই কিংবদন্তি। সানির ভাষায়, 'আজকে যেহেতু প্রথম দিন, সবাইকে শুধু দেখেছে। তেমন কোনো কথা হয়নি। হয়তো কাল এটি নিয়ে কথা বলবো, বা পরবর্তী যেদিন অনুশীলন হবে সেদিন হয়তো আলোচনা করা হবে। '
তবে ভেট্টরির অভিজ্ঞতা জানতে পারলে ভারত সফরে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন সানি, 'একজন বাঁহাতি স্পিনার হিসেবে সবসময় আমরা ওর বোলিংটা অনুসরণ করতাম। যেহেতু উনি একজন মহান স্পিনার বাঁহাতিদের মধ্যে। সে আমার এখন কোচ। আজকে তো প্রথম দিন। দেখা যাক অনুশীলন তো আরো আছে। দলের সঙ্গে আছি, তার সঙ্গে শেয়ার করবো কিভাবে কি করা যায়। কারণ তার অভিজ্ঞতা রয়েছে অনেক। আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় তো তিনি ছিলেনই, আইপিএলেও কোচিং করিয়েছেন। তার সঙ্গে কথা বলে আরো ভালো পারফরম্যান্স করতে পারবো। তার সঙ্গে শেয়ার করলে হয়তো আরো উন্নতি সম্ভব হবে।'
ক্রিকেটিং ক্যারিয়ারের অনেকবারই ভারত সফর করেছেন ভেট্টরি। শেষ পাঁচ মৌসুম ধরে আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচও তিনি। তাই তার পরামর্শ ভারত সফরে দারুণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সানি, 'আসলে কোন উইকেটে কেমন বোলিং করতে হবে সেটা জানা জরুরী। ভারতে কিন্তু অনেক ম্যাচ খেলেছেন তিনি, কোচিংও করাচ্ছেন। তাই উইকেটটি কিন্তু আমাদের চেয়ে সে অনেক ভালো জানে। কোন উইকেটগুলো কি রকম হতে পারে, কিভাবে বোলিং করলে বেটার পারফর্ম করা যায় সেদিক থেকে এই জিনিসগুলোর ব্যাপারে আমি ধারণা নেয়ার চেষ্টা করবো।'
এক সময় বাংলাদেশে বাঁহাতি স্পিনারদের ছড়াছড়ি বললেই চলে। তবে সে সুসময়টা এখন প্রায় অনেকটাই অতীত। রফিক-রাজ্জাকদের পর ধারাটা হয়তো সাকিব আল হাসান ধরে রেখেছেন। কিন্তু এখনও যোগ্য পরবর্তী উত্তরসূরি পাচ্ছে না দলটি। তাই এবার বেশ বড় অঙ্ক খরচ করে ভেট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এখন দেখার বিষয় তার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে কতটুকু নিতে পারে বাংলাদেশের স্পিনাররা।
Comments