ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: নারীর মৃত্যু
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দমকল বাহিনীর সদস্যরা ভবনে প্রবেশ করে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তাদের মধ্যে ৬৫ বছর বয়সী এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। আগুন লাগার পর ধোঁয়ার দম বন্ধ হয়ে সেই নারীর মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, সেই ঘটনায় উদ্ধার করা শাহেদা নামের ১২ বছর বয়সী এক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত মোহাম্মদ রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, ধানমন্ডি ঈদগাহের বিপরীতে অবস্থিত ১২-তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ১০টা ২০ মিনিটের দিকে তারা আগুন নিভিয়ে ফেলেন।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
Comments