শীর্ষ খবর

গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
murder logo
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হত্যার শিকার গৃহবধূ হাসিনা বেগম (৫৫) উপজেলার পারিল খুয়ামুড়ি গ্রামের কৃষক আবদুর রহমানের স্ত্রী।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে হাসিনাকে বাড়িতে না পেয়ে স্বামী ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ নেন। আজ (২৬ অক্টোবর) ভোর চারটার দিকে বাড়ির অদূরে একটি ধানক্ষেতে ওই গৃহবধূর রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments