‘উন্মাদ’ তারা
‘উন্মাদ’ নামের নতুন ছবির ঘোষণা দিয়েছেন পরিচালক অপূর্ব রানা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রোশান ও অধরা খান। আসছে ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে।
পরিচালক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্মের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে ছবির গল্পে। তাদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের খামখেয়ালির কারণে একটা সময় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।”
“এরপর তাদের বোধোদয় জাগে, তারা অনুশোচনায় ভোগেন,” উল্লেখ করে তিনি বলেন, “তরুণ প্রজন্মের হৃদয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে চলচ্চিত্রটি সহায়ক ভূমিকা রাখবে।”
অভিনেতা রোশান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ‘উন্মাদ’ নামের ছবিটির গল্প শুনে মুগ্ধ হয়ে গেছি। বর্তমান সময়ের অনেক কিছু উঠে এসেছে ছবির গল্পে। আমার চরিত্রটি নিয়ে ভীষণ রকম আশাবাদী আমি। বাকিটা শুটিংয়ের পর বুঝতে পারবো কেমন হয়েছে।”
‘উন্মাদ’-এর শুটিং ঢাকা, সিলেট ও খাগড়াছড়িতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
Comments