এনামুলের সেঞ্চুরি, তুষারের ফিফটি

ধর্মঘটের কারণে দুদিন পিছিয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। ফিফটি করেছেন অভিজ্ঞ তুষার ইমরান। এই দুজনের ব্যাটে খুলনা বিভাগ আছে বড় রানের পথে।
NCL Logo

ধর্মঘটের কারণে দুদিন পিছিয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। ফিফটি করেছেন অভিজ্ঞ তুষার ইমরান। এই দুজনের ব্যাটে খুলনা বিভাগ আছে বড় রানের পথে।

কক্সবাজারে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ৬ উইকেটে ২৯০ রান করেছে খুলনা। ১১২ রানের ইনিংস খেলার পর আহত হয়ে মাঠ ছাড়েন এনামুল।

টস জিতে ব্যাট করতে গিয়ে অবশ্য শুরুতে বিপদে পড়েছিল খুলনা। ঢাকার পেসার সুমন খানের তোপে ১৬ রানেই হারিয়ে ফেলেছিল ২ উইকেট।

তৃতীয় উইকেটে এরপর পরিস্থিতি সামাল দেন তুষার-এনামুল। দুজনে মিলে জুটিতে আনেন ১৬৬ রান। তাইবুর পারভেজের বলে ১২৪ বলে ৫৫ করা তুষারের আউটে ভাঙে জুটি।

সেঞ্চুরি করার পর এনামুলও আহত হয়ে বেরিয়ে যান মাঠ থেকে। এরপর নুরুল হাসান সোহান ফেরেন দ্রুতই। ফিফটির পাঁচ রান আগে মোহাম্মদ মিঠুন বোল্ড হন সারাদিন বিবর্ণ থাকা লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের বলে।।

দিনশেষে মেহেদী হাসান মিরাজ ৩০ আর আব্দুর রাজ্জাক খেলছেন ৪ রান নিয়ে।

 

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

2h ago