ফ্রিজ ভর্তি ইলিশ: স্বাস্থ্য কর্মকর্তাকে জরিমানা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাসার ফ্রিজে মা ইলিশ মজুদ করার দায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. আশিকুর রাহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত এক মণ ইলিশ মাছ মানিকগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল হক আজ সোমবার বিকেলে তিনি এই জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তার সরকারি বাসার একটি ফ্রিজে বিপুল পরিমাণ ইলিশ মজুদ করে রেখেছেন- গোপন সূত্রে সোমবার দুপুরে এমন অভিযোগ পান জেলা প্রশাসক এস এম ফেরদৌস। তার নির্দেশে বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ওই বাসায় অভিযান চালান। এ সময় ওই ফ্রিজে এক মণ ইলিশ পাওয়া যায়। তবে অভিযানের মধ্যেই অসুস্থতার কারণে তিনি সেখান থেকে চলে যান।
সরেজমিনে দেখা যায়, ইউএনও চলে যাওয়ার পর বেলা আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম আরিফুল হক এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ওই বাসায় যান।
স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রাহমান ভ্রাম্যমাণ আদালতের কাছে মা ইলিশ কিনে ফ্রিজে মজুদ করার কথা স্বীকার করেন। এর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল হক মৎস্য সংরক্ষণ আইনে আশিকুর রাহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুল হক বলেন, স্বাস্থ্য কর্মকর্তা জরিমানার অর্থ নগদ পরিশোধ করেছেন। জব্দ করা এক মণ ইলিশ জেলা কারাগারে বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
Comments