এমসিসির সম্মানজনক পদ ছাড়তে হল সাকিবকে
অভিজাত মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর বিশ্ব ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়াতে হয়েছে সাকিব আল হাসানকে। জুয়াড়ির প্রস্তাবের তথ্য চেপে যাওয়ার অপরাধে আইসিসির নিষেধাজ্ঞায় পড়া এই ক্রিকেটারের পদ ছাড়ার খবর প্রকাশ হয়েছে লর্ডসের ওয়েবসাইটে।
২০১৭ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই পদ পেয়েছিলেন সাকিব। কিন্তু আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাজায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের নিষিদ্ধাদেশ পাওয়ার পর এই পদে আর থাকা হলো না সাকিবের।
এমসিসিরি বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং সাকিবের পদ ছাড়ার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি সাকিবকে আমরা এই কমিটি থেকে হারাচ্ছি। সে এই দুবছরে দারুণ অবদান রেখেছে। ক্রিকেটের স্পিরিটের অভিভাবক হিসেবে আমরা তার এই পদত্যাগ গ্রহণ করছি এবং বিশ্বাস করছি এটাই সঠিক সিদ্ধান্ত।'
মঙ্গলবার সন্ধ্যায় জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করার দায়ে সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি।
Comments