নতুন নেতার সন্ধানে আইএস
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদির নিহত হওয়ার খবর নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা না হলেও তারা এখন নতুন নেতা ঠিক করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইরাকের এক বিশেষজ্ঞ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল (২৯ অক্টোবর) বলা হয়, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিশেষ অভিযানে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির নিহত হওয়ার খবর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত ২৭ অক্টোবর জানানোর পরও জঙ্গি সংগঠনটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু বলা হয়নি।
অন্যদিকে, সংগঠনটির আমাক নিউজ এজেন্সির টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত সংবাদ প্রচার করে। তারা সিরিয়া, মিশর, আফগানিস্তান এবং ইরাকে অন্তত ৩০টি হামলার দাবি জানায়। তারা সংগঠনটির যোদ্ধাদের প্রশংসা করে বার্তা পাঠায়। কিন্তু, বাগদাদির মৃত্যুর বিষয়ে দেখায় নীরবতা।
বিশেষজ্ঞদের মতে, সংগঠনের প্রধানকে হারিয়ে তারা সম্ভবত নির্বাক হয়ে গেছে। তারা এখন একত্রিত হয়ে নিজেদের নেতা খোঁজার চেষ্টা করছে। জঙ্গি সংগঠনবিষয়ক ইরাকি গবেষক হিশাম আল-হাশিমি বলেন, “নেতৃত্বহীনতার কারণে সম্ভবত এখন দলের মধ্যে হট্টগোল হচ্ছে। বাগদাদির ঘনিষ্ঠ সহচরদেরকেও হত্যা করা হয়েছে। তাদের তথ্য-প্রমাণাদিও নষ্ট করে ফেলা হয়েছে।”
তার মতে, “বাগদাদির মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়ার আগে হয়তো জঙ্গিরা তাদের নেতা নির্বাচন করতে চান।” সংগঠনটি বহুধাবিভক্ত হয়ে পড়ায় হয়তো নতুন ঘোষণা আসতে দেরি হচ্ছে বলেও মন্তব্য করেন আল-হাশিমি।
এমনকী, আইএস তাদের খোলস পাল্টিয়ে নতুন মোড়কে আসতে পারে বলেও মন্তব্য করেছেন অনেক জঙ্গি বিশেষজ্ঞ।
যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের গবেষক আয়মান আল-তামিমির মতে, “আইএস হয়তো বাগদাদির মৃত্যুর সংবাদ আগামী ৩১ অক্টোবর প্রকাশিত হতে যাওয়া তাদের সাপ্তাহিক নিউজ লেটারে প্রকাশ করবে। তবে এর আগে যদি তারা তাদের নতুন নেতা নির্বাচিত করতে পারে।”
এ ক্ষেত্রে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘোষণার কথা স্মরণ করা যেতে পারে। লাদেনের মৃত্যুর ছয় সপ্তাহ পর সংগঠনটি তাদের শীর্ষ নেতা নিহত হওয়ার সংবাদ স্বীকার করেছিলো।
তামিমি মনে করেন, বাগদাদির ডিপুটি হাজি আব্দুল্লাহকে আইএসের প্রধান হিসেবে ঘোষণা করা হতে পারে।
বাগদাদির উত্তরসূরিকেও হত্যার দাবি
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল (২৯ অক্টোবর) জানিয়েছেন, মার্কিন সেনারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যিনি আইএস নেতা আবু বকর আল-বাগদাদির উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন।
এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, “এই মাত্র নিশ্চিত হলাম যে আবু বকর আল-বাগদাদির উত্তরসূরি হিসেবে বিবেচিত এক ব্যক্তিকে মার্কিন সেনারা হত্যা করেছে।”
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্প আইএসের মুখপাত্র আবু আল-হাসান আল মুহাজিরকে হত্যার বিষয়টিকে ইঙ্গিত করেছেন।
স্টেট ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত ২৮ অক্টোবর নিশ্চিত করে বলেন, কুর্দি ও মার্কিন সেনাদের যৌথ অভিযানে গত ২৭ অক্টোবর মুহাজিরকে হত্যা করা হয়েছে।
Comments