ইনজুরিমুক্ত থাকতে মেসিকে গার্দিওলার পরামর্শ

চলতি মৌসুমের শুরুতে মাঠে নামার আগেই ইনজুরিতে লিওনেল মেসি। শুরুতে ততোটা গুরুত্ব না দিলেও সে ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। মিস করেছেন বেশ কিছু ম্যাচ। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেও দুর্বার বার্সা অধিনায়ক। খেলছেনও দারুণ গতিতে। তবে তাকে কিছুটা সতর্ক হতে বলেছেন বার্সেলোনার সাবেক ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। কারণ বয়সটা যে পেরিয়েছে ৩২।
ছবি: এএফপি

চলতি মৌসুমের শুরুতে মাঠে নামার আগেই ইনজুরিতে লিওনেল মেসি। শুরুতে ততোটা গুরুত্ব না দিলেও সে ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। মিস করেছেন বেশ কিছু ম্যাচ। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেও দুর্বার বার্সা অধিনায়ক। খেলছেনও দারুণ গতিতে। তবে তাকে কিছুটা সতর্ক হতে বলেছেন বার্সেলোনার সাবেক ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। কারণ বয়সটা যে পেরিয়েছে ৩২।

আগের দিনও লালিগায় মেসিময় এক জয় পেয়েছে বার্সেলোনা। দুটি গোল তো করেছেনই, সঙ্গে দুটি গোলের যোগানদাতাও। খেলেছেন ২০ বছরের তরুণের মতোই। বয়স যেমনই হোক, খেলেছেন তরুণদের মতো গতিতেই। কিন্তু চলতি মৌসুম শেষ হলে ৩৩ এ পড়বেন মেসি। অবসর নিয়েও আলোচনা তখন শুরু হয়ে যাবে। তাই বাকী সময়টা ইনজুরি মুক্ত হয়ে স্বাভাবিকভাবে খেলতে পরামর্শ দিয়েছেন তার সাবেক কোচ গার্দিওলা।

রেডিও কাতালুনিয়া দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেছেন, 'এখন তাকে কিছুটা প্রচেষ্টা কমাতে হবে। সে আগে যেভাবে দৌড়াতো এখন সেভাবে পারবে না। যদি সে ক্যারিয়ারের শুরু সময়ের মতো দৌড়াতে যায় তাহলে সে প্রতি তিন মাসে এক বার ইনজুরিতে পড়বে। ৩০ বছরের পর কিংবদন্তিতে ব্যবহার করা অনেক কঠিন কাজ।'

খেলোয়াড়দের মধ্যে মেসি যেমন অনন্য, তেমনি কোচ হিসেবে গার্দিওলাও। তবে তার তারকা কোচ হওয়ার পেছনে মেসিরও বড় অবদান রয়েছে বলে জানান এ স্প্যানিশ, 'অনেক মহান কোচই তাদের ক্যারিয়ারের কিছুই জিততে পারেনি কারণ তাদের দলে মেসি ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার দলে মেসি ছিল। সঙ্গে জাভি, ইনিয়েস্তা, দানি আলভেস ও পিকের মতো খেলোয়াড়ও ছিল। ওই বয়সের এমন সব খেলোয়াড় থাকলে আর কি চাই।'

গার্দিওলার অধীনেই তারকা হতে শুরু মেসি। হেক্সা জয়, প্রথম ব্যলন ডি'অর সবই এসেছে এ কোচ বার্সেলোনায় থাকা অবস্থাতেই। তাই গার্দিওলা খুব ভালো করেই জানেন মেসিকে। তাই ইনজুরিমুক্ত হয়ে বাকী ক্যারিয়ার কাটাতে কিছুটা সতর্ক হতে বলেছেন এ তারকা কোচ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago