ওয়ার্নার-স্মিথের ফিফটিতে পাত্তাই পেল না শ্রীলঙ্কা
প্রথম টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার কাছে ব্যাটে-বলে গুঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও থই পেল না শ্রীলঙ্কা। এবার তাদের অল্প রানে আটকে দেওয়ার পর স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের দুই ফিফটিতে অনায়াসে জিতেছে অস্ট্রেলিয়া।
অসি বোলারদের সম্মিলিত প্রয়াসে মাত্র ১১৭ রানে অলআউট হয়েছিল লঙ্কানরা। ওই রান তুলতে কেবল অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ফিফটিতে অসিরা জিতেছে ৯ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজও ২-০ তে নিশ্চিত করেছে স্বাগতিকরা।
ব্রিসবেনে আগে ব্যাটিং নিয়ে শুরু থেকেই বিপাকে পড়ে লঙ্কানরা। বিলি স্যন্টলেক, অ্যাস্টন আগার, প্যাট কামিন্সদের তোপে টপটপ হারাতে থাকে উইকেট। এক দিকে উইকেট পতনের মাঝে কেবল রান পাচ্ছিলেন গুনাথিলেকা আর কুশল পেরেরা। কিন্তু দুজনেই ফেরেন থিতু হয়ে।
কেউই ইনিংস টানতে না পারায় পুরো ২০ ওভার খেলতে পারেনি শ্রীলঙ্কা।
সহজ লক্ষ্যে নেমে ইনিংসের তৃতীয় বলেই ফিঞ্চকে ছেঁটে ফেলেছিলেন লাসিথ মালিঙ্গা। কিন্ত ওই শেষ। আর আসেনি সাফল্য। ১১৭ রানের জুটিতে বাকি কাজ সেরেছেন ওয়ার্নার-স্মিথ।
ওয়ার্নার ৪১ বলে ৬০ আর স্মিথ অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৩ রান করে।
Comments