লি টাককে আটকাতে 'টপ সিক্রেট' পরিকল্পনা আবাহনী কোচের

Ctg Abahani
ছবি: বাফুফে

টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন টেরেঙ্গানু এফসির ফরোয়ার্ড লি টাক। এমন দুর্দান্ত ছন্দে থাকা খেলোয়াড় যে কোন দলের জন্যই হুমকি। তাই বাধ্য হয়েই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করতেই হয় কোচদের। আর ফাইনালের মতো তো কোন ছাড় নয়। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক।

এখন পর্যন্ত আসরে একমাত্র অপরাজিত দল টেরেঙ্গানু। আর তার অন্যতম প্রধান কারণই লি টাকের দুর্দান্ত ফর্ম। তাকে বোতলবন্দি রাখতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যাবে আবাহনী। আর এ ইংলিশ ফরোয়ার্ডকে আটকাতে মানিক হোসেন মোল্লাকে নিয়ে ‘টপ সিক্রেট’ পরিকল্পনা সাজিয়ে রেখেছেন মারুফুল।

শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের গোপন পরিকল্পনার কথা জানান মারুফুল, 'এই আসরে লি টাক দুর্দান্ত পারফর্ম করছে। লিগেও ওকে দেখেছি। মালয়েশিয়ায় ও কেমন খেলে সেটা দেখিনি। তবে এখানে ওকে যেভাবে দেখছি ওর আরও বড় পর্যায়ে খেলা উচিত। লি টাকের সেট-পিস ও ফ্রি কিক নিয়ে আমাদের পরিকল্পনা আছে। পেনাল্টি এরিয়ায় হয়তো ছেলেদের বলব-ভুল করা যাবে না।'

স্বাগতিকদের রক্ষণভাগ এখন পর্যন্ত দারুণ দক্ষতার সঙ্গেই সামলেছেন মানিক। বিশেষ করে গ্রুপ পর্বে মোহনবাগান ও সেমি-ফাইনালে গোকুলাম কেরালা এফসির বিপক্ষে যেভাবে খেলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই কোচের প্রশংসা আগেও পেয়েছেন মানিক। ফাইনাল তিনিই থাকছেন লি টাককে আটকানোর দায়িত্বে।  

কি পরিকল্পনায় লি টাককে আটকাতে চান তা বলেননি আবাহনী কোচ, 'ওদের একটা কম্বিনেশন আছে, শাইফিক, ব্রুনো সুজুকি ও লি টাককে নিয়ে। লি যখন ওপরে যায় তখন একজন হোল্ডিং মিডফিল্ডার ওদের মাঝমাঠ সামাল দেয়। এই কম্বিনেশনটা ভেঙে দিতে পারলে ওরা সুবিধা করতে পারবে না। আমি বলব লি টাক বনাম মানিক। টপ সিক্রেট।'

তবে আবাহনীর সব পরিকল্পনা ভেস্তে দিতে চান লি টাক। পেতে চান শিরোপা জয়ের স্বাদ। লি টাকের ভাষায়, 'আগামীকাল বিশেষ উপলক্ষ্য। এ পর্যন্ত এ টুর্নামেন্ট যতদূর হয়েছে, নিখুঁত হয়েছে এবং শিরোপা জিতে শেষ করাটা দারুণ হবে। চট্টগ্রাম আবাহনী শক্তিশালী দল। তারা একদিন বেশি বিশ্রাম পেয়েছে। তবে আমরাও আমাদের দারুণ ফুটবল মেলে ধরতে প্রস্তুত।'

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে টেরেঙ্গানু ও আবাহনী। এর আগে ২০১৫ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বন্দর নগরীর দলটি।

Comments

The Daily Star  | English

More than 290 killed in Air India plane crash: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

7h ago